হবিগঞ্জের মাধবপুরে শিশু ছেলেসহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টায় উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামে ঘরের আড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, পিন্টু দেবের স্ত্রী মিলি দেব (২১) ও তার দেড় বছরের ছেলে প্রতীক দেব। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাজিদুল ইসলাম পলাশ জানান, পিন্টু ও তার স্ত্রীর মধ্যে রোববার ঝগড়া হয়। সোমবার সকালে পিন্টু ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে তাদের ঝগড়ার জের ধরেই স্বামী বেরিয়ে গেলে সন্তানকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে মিলি নিজেও আত্মহত্যা করেন। শাড়ি ও চাঁদর দিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে। পরবর্তীতে নিহত নারীর পরিবার থেকে কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর