দেশজুড়ে

মাদক ব্যবসায়ীদের হামলায় এএসআইসহ আহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের এক এএসআইসহ দুইজন আহত হয়েছেন।আহতরা হলেন, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এএসআই মতিয়ার রহমান (৪৩) ও পার্বতীপুর উপজেলার গুলশাননগর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।সোমবার সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মহেষপুর নছরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।মামলার আসামিরা হলেন, মহেষপুর নছরপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু ও আইয়ুব আলীর ছেলে রাশেদুল ওরফে বাশেদুল।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিনাজপুরের পরিদর্শক গোলাম রব্বানী জানান, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে শিবনগরের মহেষপুরে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল লতিবের ছেলে আবু ও আইয়ুব আলীর ছেলে রাশেদুল ধারাল অস্ত্র দিয়ে পুলিশের এএসআই মতিয়ার রহমান ও শরিফুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। পরে আবু ও রাশেদুলের বাড়ি তল্লাশি করে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিনাজপুরের পরিদর্শক গোলাম রব্বানী এবং এসআই আব্দুল মান্নান বাদী হয়ে ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা করেছেন।ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হাবিব হামলা ও মামলার বিষয় নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।এমদাদুল হক মিলন/এএম/পিআর