সাতক্ষীরার জেলা জামায়াতের সম্মেলন হয়েছে এমন ঘটনা সাতক্ষীরার মানুষের মুখে মুখে। তবে প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়নি। প্রশাসন বলছেন, ঘটনাটি তাদের জানা নেই। তবে বিভিন্ন মাধ্যমে শোনার পর নিশ্চিত হতে তারা খোঁজ-খবর নিচ্ছেন। এদিকে, জেলা আ.লীগের শীর্ষ নেতারা জামায়াত আবারও সাতক্ষীরাকে অশান্ত করার পাঁয়তারা চালাচ্ছে। এটি সফল হতে দেয়া হবে না। অন্যদিকে, জামায়াত নেতা জানালেন, সম্মেলনের ঘটনা জানা নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার তালা সদরের শাহপুর দক্ষিণ সাহাপুর জামে মসজিদে গত ১লা ফেব্রুয়ারি ইসলামি মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের আড়ালে গোপনে করা হয় জেলা জামায়াতের সম্মেলন। এতে জেলার সাতটি উপজেলার জামায়াতের আমির ও সাধারণ সম্পাদক ছাড়াও জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ রবিউল বাসারকে জেলা আমির ও নুরুল হুদাকে সাধারণ সম্পাদক করা হয়। সেখানে জামায়াত নেতা মাওলানা গফফার, রফিকুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৩০-৩৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা জামায়াতের রোকন রয়েছে দুই হাজার তিনশ জন। সক্রিয় কর্মী রয়েছে প্রায় ১৩ হাজার।জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি তাদের জানা নেই। তবে বিভিন্ন মাধ্যমে জানার পর খোঁজ খবর নেয়া হচ্ছে। এদিকে, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম জানান, জামায়াত এতোদিন চুপসে ছিল। নতুন করে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বর্তমানে শান্ত সাতক্ষীরাকে আবারও অশান্ত করতে চায়। কঠোর হাতে এদের দমন করা হবে।এদিকে, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানিয়েছেন, নাশকতা সৃষ্টিকারীদের কোনোভাবে ছাড় দেয়া হবে না।অন্যদিকে, তালা উপজেলা জামায়াতের আমির সুজায়েত আলী জাগো নিউজকে বলেন, জেলা জামায়াতের সম্মেলন হয়েছে এমন কোন বিষয় আমার জানা নেই।আকরামুল ইসলাম/এএম/পিআর