ফুলের ব্যবসা এখন অধিক লাভজনক হওয়ায় ঝিনাইদহের প্রায় ১৫ হাজার মানুষ এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। দেশের এই চাহিদার একটি বড় অংশই যোগান দিয়ে থাকে ঝিনাইদহের ফুল ব্যবসায়ীরা। তাদের এবারের টার্গেট ২ কোটি টাকার ফুল ব্যবসা।ঝিনাইদহ কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই এলাকার উৎপাদিত ফুল দূরপালার পরিবহনে ভরে চলে যাচ্ছে ঢাকা, বরিশাল, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বড় বড় শহরগুলোতে।ফুল চাষি ফজলুর রহমান জানান, সব বয়সের মানুষের হাতে তুলে দিতে ব্যাস্ত সময় পার করছে ঝিনাইদহের ফুল চাষিরা। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝিনাইদহ থেকে প্রায় ২ কোটি টাকার ফুল দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হবে। সবচেয়ে বেশি গাঁদা ফুল, গ্লাডিয়াস ও রজনীগন্ধার চাষ হয় এখানে।ঝিনাইদহ কৃষি বিভাগের ডেপুটি ডাইরেক্টর শাহ মো. আকরামূল হক জানান, প্রতিবছর বিভিন্ন দিবসে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। উৎপাদন ব্যয় কম, লাভ বেশি হওয়ায় কৃষকরা ফুল চাষে আগ্রহী হচ্ছেন। আহমেদ নাসিম আনাসারী/এএম/পিআর