দেশজুড়ে

বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মোহাম্মাদ নাসিম

সাতক্ষীরায় মাঠে গড়িয়েছে ৯ম বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫। রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। এক সময় আমরা বিশ্বকাপ জিতবো বলে আশা রাখি।উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পীমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমীন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। মন্ত্রী এ সময় খেলোয়াড়দের সাথে পরিচিত হন।আট দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোর্টিং ক্লাব ও বলাকা ক্রীড়া চক্র মুখোমুখি হয়েছে।এমজেড/আরআই