মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গিবাজার এলাকার অটোরাইস মিলের বয়লারের তাপে দেয়াল ধসে রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে নবী অটোরাইস মিলের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, অটোরাইস মিলটির বয়লারের প্রচণ্ড তাপে পেছনের প্রাচীর ধসে পাশের আবুল কাশেমের ঘরের ওপর পড়ে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা তার ছেলে রাব্বি (১৭) নিহত হয়। রাব্বি বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ঘটনার পরপরই রাব্বিকে উদ্ধার করে তার মামা শাহ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর