দেশজুড়ে

সাধ আছে সাধ্য নেই, তবুও…

২১ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালন করা হচ্ছে। দেশের জেলা শহর থেকে শুরু করে ইউনিয়ন, এমন কি গ্রাম পর্যায়েও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করা হচ্ছে। বাংলা ভাষার দাবি আদায়ে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে বিভিন্ন জায়গায় নির্মিত হয়েছে অস্থায়ী শহীদ মিনার। এমন কি অবুঝ শিশুরাও মাতৃভাষার টানে মাটি দিয়ে তৈরি করেছে অস্থায়ী শহীদ মিনার। পটুয়াখালী শহরের শিশুপার্ক এলাকায় দেখা গেছে, একাধিক শহীদ মিনার নির্মাণ করেছে বস্তির শিশুরা। তারা নিজেদের জমানো টাকা থেকে নির্মাণ করেছে এসব শহীদ মিনার। ইট, মাটি, ফুল ও কাগজ রং করে নিজেদের মত করে সাজিয়েছে শহীদ মিনারটি। এভাবে কত শহীদ মিনার তৈরি হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। শহরের স্বনির্ভর রোড এলাকার জীবন রাব্বি সরদার ও ছাইদা তাবাচ্ছুম ছুবা বলে, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে বলে স্যার ও বাবা-মায়ের কাছে শুনেছি। তাই শহীদ মিনার বানাইছি।এই সকল শহীদ মিনার দেখে অনেকেই বলছেন,  ওদের আসলে সাধ আছে কিন্তু একটি ভালো শহীদ মিনার নির্মাণ করে তাতে তাজা ফুল দেয়ার সাধ্যটা  নেই। এদিকে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে সব শহীদ মিনার রয়েছে বছরের বেশির ভাগ সময়ই তা অযত্ন-অবহেলায় পড়ে থাকে। ফেব্রুয়ারি মাস আসলে সংস্কার এবং রং তুলির আঁচর পড়ে শহীদ মিনারে। মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর