এবারের বইমেলায় সাংবাদিক ও তরুণ সাহিত্যিক মুস্তাফিজুর রহমান নাহিদ তার নতুন উপন্যাস ‘দাহকাল’ নিয়ে পাঠকের কাছে হাজির হয়েছেন। মা ও ছেলের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগিয়েছে পন্যাসের কাহিনী। বইটি প্রকাশ করছে কুঁড়েঘর প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন প্রকৌশলী শামীম রহমান আবির। উপন্যাসটি প্রসঙ্গে জানতে চাইলে প্রকাশক শামিম রহমান আবির বলেন, মুস্তাফিজুর রহমান নাহিদের উপন্যাসের গল্পে আমি সব সময়ই মুগ্ধ হই। তার গল্পে জীবনবোধ, বাস্তবতা আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে থাকে। উপন্যাসে থাকে না চরিত্রের বাড়াবাড়ি, থাকে না জটিলতা। দাহকাল উপন্যাসটি ঠিক তেমনি একটি সৃষ্টি। তাই আগ্রহ নিয়ে বইটি প্রকাশ করলাম। আশা করি পাঠক বইটি থেকে নতুন কিছু পাবেন। মুস্তাফিজুর রহমান নাহিদ বলেন, সৃষ্টির সাধনায় নিমগ্ন আমি। আমার সৃষ্টি আমার কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক। পাঠক হিসেবে জীবনে অনেক লেখকের বই পড়েছি। বারবার পড়েছি এমন বইয়ের সংখ্যাও অনেক। কিন্তু লেখার সময় আমি কখনোই কাউকে অনুকরণ করি না। চাই একটি আলাদা ধারা তৈরি করার। সেইভাবে লিখতে চেয়েছি দাহকালের গল্প। বইটি পাওয়া যাবে মেলায় কুঁড়ে ঘরের স্টল (৫৮৩ নং) ও বাংলা একাডেমি চত্বরে ঢাকা রিপোর্টাস ইউনিটির ৭৩ নম্বর স্টলে।এইচএস/এনএফ/পিআর