দেশজুড়ে

স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের দায়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার উয়ার্শী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রবিউল চিস্তি (৩০), উয়ার্শী ইউনিয়নের ভাতগ্রাম গ্রামের আইন হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩০), ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মৃত মুজাহেরের ছেলে মারুফ হোসেন (২২), কালিয়াকৈর উপজেলার মেদিয়া শোলাই গ্রামের রাইজ উদ্দিন মোল্লার ছেলে রিপন মোল্লা (২০) ও একই গ্রামের সামাদ ব্যাপারীর ছেলে আরিফ হোসেন (২০)। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, গ্রেফতারদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।এস এম এরশাদ/এএম/জেআইএম