দেশজুড়ে

ভুরুঙ্গামারী জামায়াতের আমির ও সেক্রেটারিসহ আটক ৩৩

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর উপজেলা আমির ও নাগেশ্বরী উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ৩৩ জনকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ৯টি মোটরসাইকেল ও ৮টি বাই-সাইকেল জব্দ করা হয়।আটকরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার জামায়াতের আমির আজিজুল ইসলাম স্বপন, পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু হানিফ, ইসলামী ফাউন্ডেশনের ফরিদুল ইসলাম এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিকসহ ৩৩ জন।মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বাইশমারী নামক স্থানে আব্দুর রাজ্জাকের বাড়ির পাশে একটি মসজিদে গোপন বৈঠক করছিল তারা। সরকার উচ্ছেদের ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা নিয়ে বৈঠকের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।নাজমুল হোসাইন/এএম/জেআইএম