দেশজুড়ে

সালিশি বৈঠকের পর যুবকের আত্মহত্যা

সাতক্ষীরায় ইউপি সদস্যের সালিশি বৈঠকের পর গলায় দড়ি দিয়ে ইন্দ্রজিৎ বৈদ্য (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইন্দ্রজিৎ সাতক্ষীরার বিনেরপোতা এলাকার মলয় বৈদ্যের ছেলে।স্থানীয়রা জানান, ইন্দ্রজিৎ বৈদ্যের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক ঝগড়ার কারণে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য রামপ্রসাদ সরকার সালিশি বৈঠক করেন। বৈঠক শেষে সবাই ঘটনাস্থল ত্যাগ করলে ঘরের মধ্যে ইন্দ্রজিৎ গলায় দড়ি দেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ইউপি সদস্য রামপ্রসাদ সরকার জাগো নিউজকে বলেন, পারিবারিক ঝগড়া মীমাংসারর জন্য বসা হয়েছিল। চলে আসার পর শুনি ইন্দ্রজিৎ মারা গেছেন। কী কারণে এমনটা করছে বলতে পারবো না।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।আকরামুল ইসলাম/বিএ