মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন হোসেন (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার আমদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাওন হোসেন মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং কলেজ পাড়ার আরিফুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, সকালে শাওন হোসেন বাবার ব্যবসা প্রতিষ্ঠান কাশেম সাউন্ড সিস্টেমের মাইক আনতে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামে যায়। মঙ্গলবার রাতে সেখানে ওয়াজ মাহফিলে তাদের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। বুধবার মাইক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাওন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আসিফ ইকবাল/আরএআর/জেআইএম