দেশজুড়ে

কাল থেকে ঠাকুরগাঁওয়ে ইজতেমা শুরু

ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো তিন দিনব্যাপী জেলা পর্যায়ে ইজতেমা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। এদিন সকালে সদর উপজেলা কৃষ্টপুর ইক্ষু খামার মাঠে তাবলীগ জামাতের দেশি ও বিদেশি আলেমদের বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।জানা গেছে, প্রতি বছর ঢাকার টঙ্গী তুরাগ নদীর তীরে মুসল্লিদের চার ভাগে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে জায়গা না হওয়ার কারণে চলতি বছরে এর পরিবর্তন আনা হয়। তুরাগ তীরে ২ ভাগে ৩২টি জেলা মুসল্লিদের নিয়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। আর বাকি ৩২টি জেলার পৃথকভাবে নিজ জেলায় ৩দিন ব্যাপি ইজতেমা আয়োজনের লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে প্রস্তুতি শেষ হয়েছে।ইজতেমার সেচ্ছাসেবীরা জানান, এবার জেলায় প্রথমবারের মতো ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ ইজতেমায় ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন জায়গা থেকে প্রায় এক লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। ইজতেমায় আসা মুসলমানরা প্যান্ডেলের নিচে অবস্থান করবেন। দূর থেকে আসা মুসল্লিদের জন্য একসঙ্গে ৪০ হাজার মানুষের ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। গোসল ও পয়ঃনিষ্কাষণের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লিরা সেচ্ছা শ্রমের মাধ্যমে ইজতেমার কাজ সম্পন্ন করেছে।ঠাকুরগাওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, ইজতেমায় আশা মুসল্লিদের নিরাপত্তার বিষয়ে সর্বদা সজাগ থাকবে প্রশাসন। ওয়াচ টাওয়ার বসিয়ে ইজতেমা ময়দানে দৃষ্টি রাখা হবে। সম্পূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। সাদা পোশাকধারিসহ সকল পয়েন্টে পুলিশ মোতায়ন করা হবে। রবিউল এহসান রিপন/এমএএস/আরআইপি