জাতীয়

গভীর রাতে ঢাকায় বৃষ্টি

গভীর রাতে বছরের প্রথম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বুধবার দিবাগত রাত ২টার পর বৃষ্টি শুরু হয়। থেমে থেকে তা আধা ঘণ্টার মতো স্থায়ী হয়। বুধবার সারা দিনই রাজধানী ঢাকায় মেঘ ও সূর্যের লুকোচুরি চলেছে। তবে দিনের বেলায় ঢাকার কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় এবং ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালীর কোনো কোনো অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এনএফ/আরআইপি