দেশজুড়ে

বর্তমান ইসির অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে : মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি কি বলছে তারা তা নিজেরাই জানে না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে। বিগত জাতীয় নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, আগামী নির্বাচনে যদি সেই ভুল করে তাহলে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির এক জনসভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।খালেদা জিয়া গ্রেফতার হলে দেশের পরিস্থিতি ভয়াবহ হতে পারে-বিএনপির এমন হুমকির বিষয়ে মন্ত্রী বলেন, অপরাধী যেই হোক, সে আইনের চোখে সমান। বিএনপি যে হুমকি দিচ্ছে এতে মহাজোট ভীত নয়। বিএনপির এমন কোনো সাংগঠনিক শক্তি নেই যার ভিত্তিতে তারা নির্বাচন প্রতিহত করবে।এর আগে রাশেদ খান মেনন গাংনী ওয়ার্কার্স পার্টি অফিসে পৌঁছালে তাকে স্বাগত জানান মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, কমরেড নূর আহমদ বকুল, জেলার সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ প্রমুখ। আসিফ ইকবাল/আরএআর/জেআইএম