দেশজুড়ে

ভারতে পাচারকালে ঝিনাইদহ থেকে ৭ কিশোর উদ্ধার

ভারতের তামিল নাড়ুতে পাচারের সময় ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে সাত কিশোরকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় এক পাচারকারীকেও আটক করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করা হয়।ঝিনাইদহ সিআইডি পুলিশের ইন্সপেষ্টর আমিনুল ইসলাম জানান, চাকরির প্রলোভন দেখিয়ে বগুড়া থেকে বেনাপোল বর্ডার দিয়ে ভারতের তামিল নাড়–তে পাচার করার জন্য সাত কিশোরকে বিআরটিসি বাস যোগে নিয়ে যাওয়া হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বগুড়া থেকে বেনাপোলগামী বিআরটিসি বাসে অভিযান চালিয়ে সাত কিশোরকে উদ্ধার করা হয় এবং আইয়ুব হোসেন নামের এক পাচারকারীকে আটক করা হয়।উদ্ধার হওয়া সাত কিশোরের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার তেঘরি গ্রামে।আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস