মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী কামারুজ্জামানের আপিল আবেদন খারিজ হওয়াকে কেন্দ্র করে রাজধানীতে রাতে নাশকতার আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া, ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১২২ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার জন্য ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মঙ্গলবার সকাল থেকে ঢাকায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়েছেন চার বিচারপতির আপিল বেঞ্চ। একই সঙ্গে তার ফাঁসির আদেশ বহাল রেখেছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সেজন্য সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা। এদিকে কামারুজ্জামানের রায় বহাল রাখার প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারা দেশে হরতাল ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার সকালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।জেইউ/এসআরজে