লালমনিরহাট কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আবুল কাশেম (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের পর সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামে তাকে দাফন করা হয়।কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম। এরপর তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।আবুল কাশেমের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামে। ১৯৯৮ স্ত্রী হত্যা মামলায় আবুল কাশেমের যাবজ্জীবন কারাদণ্ড হয়।লালমনিরহাটের জেলা সুপার কিশোর কুমার নাগ কয়েদি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত সম্পন্ন করে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।রবিউল হাসান/এআরএ/জেআইএম