হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টার দিকে এসব সিগারেট জব্দ করা হয়।কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার ফরিদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেলে দুবাই থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে কার্টনগুলো জব্দ করা হয়।জব্দকৃত সিগারেটগুলোর মধ্যে ২৫৩ কার্টন বেনসন ও ৩৩ কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট রয়েছে বলেও জানা গেছে।জেইউ/এআরএস/বিএ/এমএস