ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে গেছে। এসময় ১টি গরু, ২টি ছাগল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।জানা যায়, বড়দাহ গ্রামের আমজাদের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আবু তালেব ও ফারুকের ২টি বসত ঘর এবং আমজাদ ও অনিচের ২টি গোয়ালঘরসহ মোট ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ১টি গরু ও ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এছাড়াও ঘরে থাকা আসবাবসত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবরে বড়দাহ গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল।আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি