দেশজুড়ে

জীবননগরে বৃদ্ধা নিখোঁজ

জীবননগর উপজেলায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে হালিমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পাঁচ দিন হলেও এখনো তাকে পাওয়া যায়নি। হালিমা উপজেলার সুবলপুর গ্রামের নাজির উদ্দিন তরফদারের স্ত্রী ।এলাকাবাসী জানায়, হালিমা গত ২ এপ্রিল দুপুরে ইসলামী ব্যাংক জীবননগর শাখা হতে ৮০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক প্রতারকের খপ্পরে পড়েন। এসময় ওই প্রতারক তাকে বলেন, চাচি আপনার শাড়ীতে মানুষের মল (পায়খানা) লেগে রয়েছে। এ কথা বলে প্রতারক ওই যুবক বৃদ্ধার কাপড় পানি দিয়ে পরিষ্কার করে দেওয়ার সময় ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। সারাজীবনের সঞ্চিত অর্থ হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বৃদ্ধা হালিমা। এরপর থেকে হালিমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।এদিকে ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রতারককে সনাক্তসহ হাতিয়ে নেওয়া অর্থ গত ৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।এসএইচএ/এমএএস/আরআই