দেশজুড়ে

আমলাদের বঞ্চিত মানুষের পাশে থাকতে হবে

সরকারি কর্মচারী-কর্মকর্তাদের উদ্দেশ্য করে দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেছেন, আপনাদের সব সময় সমাজের বঞ্চিত মানুষের পাশে থাকতে হবে।তিনি বলেন, সংবিধানে সরকারি চাকরিজীবীদের জনগণের সেবক হিসেবে উল্লেখ করা হয়েছে- তাই মানুষ সেবা পাচ্ছে কিনা সেটাই জানতে দুদকের এই প্রয়াস। আর দুদক অবশ্যই বঞ্চিত মানুষের পাশে থাকবে। সোমবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কমিশনার বলেন, প্রত্যন্ত এলাকার লোকজন কেমন আছেন, তারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা আমরা সেটাই দেখতে এসেছি এখানে। কমিশনার আরও বলেন, সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি তাই এসব মানুষ সচেতন হলে গুঁটিকয়েক খারাপ মানুষ সমাজের ক্ষতি করতে পারবে না। কিন্তু ভালো মানুষগুলো নিস্ক্রিয় থাকলে বেশি ক্ষতি হয়। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের স্কুল-কলেজগুলোতে খোঁজ রাখতে হবে সেখানে কিভাবে এবং কি কি পড়ানো হচ্ছে। উপজেলার সরকারি ১০টি দফতর নিয়ে নানা অনিয়ম-দুর্নীতি এবং সেবা ও বঞ্চিতের কথা তুলে ধরেন সাধারণ জনগণ। পাটগ্রাম উপজেলা চত্বরে গণশুনানির আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএএনও) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দুদকের রাজশাহী কার্যালয়ের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, রংপুর বিভাগীয় সমন্বয়ক মোজাহার আলী সরকার, টিআইবির ব্যবস্থাপক আব্দুর রহমান প্রধান, লালমনিরহাটের জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, হাতীবান্ধার ইউএনও এনামুল কবির প্রমুখ।রবিউল হাসান/এআরএ/পিআর