৩১৫ জন ভিক্ষুকের হাতে ছাগল, হাস-মুরগী ও গৃহনির্মাণ সামগ্রী তুলে দিয়ে সাতক্ষীরার তালা উপজেলা ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দিন ভিক্ষুকদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এর আগে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিডি কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা একই সঙ্গে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির আওতায় ৪০ দিনের কাজের ব্যবস্থা করা হয়েছে।উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের মধ্যদিয়ে তালা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইচ চেয়ারম্যান মিসেস জেবুন্নেছা খানম, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, চেয়ারম্যান আজিজুর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, সরুলিয়া ইউনিয়নে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য পুনর্বাসন মার্কেট, খলিষখালী ইউনিয়নে দলুয়া বাজারের ভিক্ষুক মার্কেট করাসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া ভাসমান ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।এসময় জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দীন ভিক্ষুকমুক্ত ও তাদের পুনবার্সনের উদ্যোগে সফল করতে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, আজ থেকে তালা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলো। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তারা আর ভিক্ষা করবেন না বলে শপথ নিয়েছেন। আকরামুল ইসলাম/এআরএ/পিআর