শরীয়তপুরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সোলায়মান মোল্যার ছেলে নুরুজ্জামান মোল্যাসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌরসভার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্রেম পরিবহন কাউন্টারের পিছনের জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের রাজাকার সোলাইমান মোল্যার ছেলে নুরুজ্জামান মোল্যা (৩২), শরীয়তপুর পৌরসভার চর পালং গ্রামের রব মাদবরের ছেলে লিটন মাদবর (৩০) ও ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ মোল্যা ডাংখ্যা গ্রামের মনিরুদ্দিনমেন্ডলের ছেলে অসীম মন্ডল (২৮)। এসময় বাকিরা পালিয়ে যায়।শরীয়তপুর পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় তাদের কাছ থেকে টাকাসহ জুয়া খেলার সামগ্রী পাওয়া গেছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।ছগির হোসেন/এফএ/আরআইপি