দেশজুড়ে

ভান্ডারিয়ায় ৪ বসত ঘর ভস্মীভূত

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের আদর্শ মহল্লা ঘরামী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে লাগা আগুনে ৪টি বসতঘর সম্পূর্ণ ও ২টি বসত ঘর আংশিক পুড়ে গেছে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের। জানা যায়, ব্যবসায়ী মহারাজ এর বসত ঘর থেকে দুপুর ১২টার দিকে এলপি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি পরিবার বসবাস করত। ভান্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ রুহুল কুদ্দুস তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। হাসান মামুন/এফএ/জেআইএম