দেশজুড়ে

মাদক মামলায় দুই ব্যবসায়ীর ১৫ বছরের দণ্ড

পিরোজপুরে মাদক মামলায় দুই ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া পৃথকভাবে তাদের এই কারাদণ্ড দেন।রাষ্ট্রপক্ষের পিপি খান মো. আলাউদ্দিন জানান, ২০০ পিচ ইয়াবাসহ আটক ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের চাঁন মিয়া কাজীর ছেলে শফিকুল ইসলাম কাজীকে (২৫) ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায় ৬ মাসের এবং একই উপজেলার চরখালী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে জাফর হাওলাদারকে (২৪) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। র‌্যাব-৮ এর সদস্য আবু হোসেন বাদী হয়ে গত বছরের পহেলা ফেব্রুয়ারি ভান্ডারিয়া থানায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।হাসান মামুন/এআরএ/জেআইএম