দেশজুড়ে

মানুষের আস্থা ফিরিয়ে আনতে ইসি বদ্ধপরিকর

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। সব ধরনের অনাস্থা, অবিশ্বাস থেকে উত্তোরণ ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে বর্তমান কমিশন বদ্ধপরিকর। এক্ষেত্রে কারও কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। মঙ্গলবার বিকেলে পাবনা সার্কিট হাউজে দুই উপজেলার উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।কবিতা খানম বলেন, অবাধ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন। সবার অংশগ্রহণে সু-শৃঙ্খল নির্বাচনী পরিবেশ দেখতে চায় নির্বাচন কমিশন। পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার জিহাদুল কবির, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুভাষ চন্দ্র, র‌্যাব-১২ পাবনার সহকারী পরিচালক থোয়াই মারমাসহ নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।একে জামান/এআরএ/জেআইএম