টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এক পাকিস্তান বাদে সব দলকেই হারিয়েছে বাংলাদেশ। তবে এবার পাকিস্তানকে হারাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাকিব আল হাসান। তবে সাকিবের সেই কথার জবাবে ইতিহাস ও পরিসংখ্যানকে টেনে এনে বাংলাদেশকে খোঁচা দিলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। হাফিজ বলেন, সাকিব যা বলেছে সেটা আত্মবিশ্বাস থেকে বলেছে। শুনেছি মাশরাফি প্রথম ম্যাচে খেলবে না এবং সেই ম্যাচে সাকিব দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু আপনি যদি সাম্প্রতিক অতীতের দিকে চোখ বুলান তবে দেখবেন, পাকিস্তান বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করেছে। তারা ১৯৯৯ সালের পর আমাদের আর হারাতে পারেনি।বিশ্বকাপ শেষে মিসবাহ উল হক ও শহিদ আফ্রিদি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। আসন্ন সফরে ইউনিস খানকেও দেশে রেখে আসছে পাকিস্তান। ফলে কম অভিজ্ঞ একটি দলই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। তবে হাফিজ জানিয়েছেন, দলের অনেক খেলোয়াড় কম অভিজ্ঞ হলেও তারা যোগ্যতা দিয়েই দলে ঢুকেছে এবং জাতীয় দলের হয়ে নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে রয়েছে।আসন্ন বাংলাদেশ সফরে পাকিস্তান তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-২০ ম্যাচ খেলবে। আগামী ১৭ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে দুই দলের সিরিজ শুরু হবে। একই মাঠে অপর দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ এপ্রিল।এমআর/বিএ/আরআইপি