বন্দরবানে থানচিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুশি ত্রিপুরা নামে (৪০) এক আদিবাসি কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে দুর্গম নাফাকুম এলাকায় এ ঘটনা ঘটে। মুশির বাড়ি থানচি রেমাক্রি এলাকার নাতিরাম পাড়ায়। নিহতের ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান অলসেন ত্রিপুরা জানান, গভীর রাতে মুশি ত্রিপুরার বাসায় একদল ডাকাত আসে। বাসায় টাকা-পয়সা না পেয়ে চলে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলি জানান, হত্যাকারীদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে।এসএইচ/এমএএস/আরআইপি