দেশজুড়ে

বিজিবির নামে চাঁদাবাজি : কারাগারে বাবা-ছেলে

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তের যাদুকাটায় বিজিবির নামে চাঁদাবাজির অভিযোগে আটক বাবা-ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন, তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন লাউড়েরগড় গ্রামের আব্দুর রাজ্জাক (৫৫) ও তার ছেলে রফিকুল ইসলাম (২৪)। তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজ বাবা-ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টায় লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদীতে পাথর শ্রমিকদের কাছ থেকে লাউড়েরগড় বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) নামে তারা চাঁদা আদায় করছিল।খবর পেয়ে লাউড়েরগড় বিওপির নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি জোয়ানরা তাদের আটক করে রাতে থানায় সোপর্দ করে। পরবর্তীতে রাত ১১টার দিকে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল ইসলাম। রাজু আহমেদ রমজান/এআরএ/আরআইপি