ঠাকুরগাঁওয়ে শতাধিক মৎস্য চাষির মাঝে বিনামূল্যে জাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চাষিদের এ জাল বিতরণ করা হয়। এর আগে উপজেলা হলরুমে মৎস্য চাষিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সগীর হোসেনের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, সমবায় অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কর্মকর্তাবৃন্দ শতাধিক মৎস্য চাষির মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২টি জাল বিতরণ করেন। অন্যদিকে একই সময় ছোট মাছ ধরা জেলেদের জাল উপজেলা পরিষদ মাঠে পুড়ে ফেলা হয়।এসএইচএ/ এমএএস/আরআইপি