দেশজুড়ে

‘মামা বাহিনী’র অত্যাচার থেকে মুক্তি চায় এলাকাবাসী

ফরিদপুর জেলার সালথা-নগরকান্দা উপজেলাবাসী জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু ওরফে মামার অত্যাচারের হাত থেকে মুক্তি চায়। তার গঠিত ‘মামা বাহিনী’র অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সেই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি থেকে তাকে সরিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বিক্ষুদ্ধ জনতা।বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কের ওপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সালথা ও নগরকান্দা উপজেলাবাসীর উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের কয়েকশ’ নারী-পুরুষ ব্যানার, ফেস্টুনসহকারে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সৈয়াদুল আলম তপন, শফিকুর রহমান মিলন, পারভীন বেগম, নূরুল ইসলাম ও আব্দুল হক প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, সংসদ উপনেতার ছেলে ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে নানা কৌশলে হয়রানি করছে।সেখানে বিএনপি ও জামায়াতের লোকজন দলে ভিড়িয়ে অবাধ লুটপাটের রাজত্ব কায়েম করেছে। ফলে সেখানে হানাহানির এক ভয়াবহ অন্ধকার নেমে এসেছে এবং এলাকার জনগণ চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে আয়মন আকবর চৌধুরীকে নগরকান্দার আওয়ামী লীগের রাজনীতি থেকে প্রত্যাহারের আবেদন জানায়।মানববন্ধন চলাকালে ওই সড়ক দিয়ে ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া যাত্রাপথে গাড়ি রোধ করে ভুক্তভোগীরা মামা ও তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে। পরে বিক্ষোভকারীরা আয়মন আকবর চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে।এস এম তরুন/এএম/আরআইপি