দেশজুড়ে

কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে চাই : কবিতা খানম

আগের নির্বাচন কমিশনার কী করেছেন সেটা কোনো বিষয় না উল্লেখ করে নবাগত নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, আমরা কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে চাই। বৃহস্পতিবার বেলা ১২টায় নওগাঁ সার্ভার স্টেশনে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।তিনি আরো বলেন, আমি নওগাঁর সন্তান। দায়িত্ব যেন ঠিকভাবে পালন করতে পারি সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চল নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাকী উল্লাহ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোতালেব হোসেনসহ জেলার অন্যান্য উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।পরে জেলা সার্ভার স্টেশনের মূল গেটের পাশে দুটি আম গাছের চারা রোপন করেন নির্বাচন কমিশনার কবিতা খানম।আব্বাস আলী/এফএ/আরআইপি