বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে রাজশাহী বিভাগের চারঘাট উপজেলার বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা অর্জন টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়।শিরোপা অর্জন করায় পাটগ্রামবাসী আনন্দের জোয়ারে ভাসছে। বৃহস্পতিবার বিকেলে তাৎক্ষণিকভাবে শহরে বিজয় মিছিল বের করেন স্থানীয়রা। মিছিল শেষে অনেকেই একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।লালমনিরহাট জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এর আগেও পাটগ্রাম টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় রংপুর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ওই সময় তারা ঢাকায় ফাইনালে ওঠার আগে হেরে যায়। কিন্তু এবার বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মেয়েদের মনে দেশ জয়ের স্বপ্ন জাগে। অবশেষে শিরোপা জিতে তাদের সেই স্বপ্নপূরণ হয়েছে।পাটগ্রাম উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) নূর-কুতুবুল আলম বলেন, খুবই ভালো লাগছে যে, পাটগ্রামের মেয়েরা দেশ সেরার গৌরব অর্জন করেছে।পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, আমরা সীমান্তবাসী হলেও আমাদের মেয়েরা যে দেশ জয় করতে পারে, তারই প্রমাণ মিলেছে আজ। তাই তাদের এই জয়ে আমাদের খুশির শেষ নেই।লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, স্বাধীনতার মাসে দেশ জয় করলো পাটগ্রামের মেয়েরা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে তারা আরও ভালো করবে বলে বিশ্বাস করি।রবিউল ইসলাম/বিএ