জয়পুরহাটের পাঁচবিবিতে মালবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দৃর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন ট্রাকের এক শ্রমিক। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। বুধবার গভীর রাতে পাঁচবিবি-শিরট্রি সড়কের ভারাহুত এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাক শ্রমিক শহিদুল ইসলাম (৪০) জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া মহল্লার আজগর আলীর ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আটককৃতরা হলেন সদর উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের ইব্রাহীম হোসেন (৩০) পাঁচবিবি উপজেলার ভারাহুত গ্রামের আবু বক্কর সিদ্দিক (৪০) ও একই গ্রামের রফিকুল ইসলাম (৩০)।পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, পাঁচবিবিগামী রডবোঝাই ট্রাকটি ভারাহুত এলাকায় পৌঁছালে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত পেট্রলবোমা ছুঁড়ে পালিয়ে যান। এতে ট্রাকশ্রমিক শহীদুলের মাথার বাম পাশের কিছু অংশ দগ্ধ হয়। বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন । এমজেড/বিএ/পিআর