দেশজুড়ে

পটুয়াখালীতে বাস চলাচল স্বাভাবিক

চরম দুর্ভোগ ও ভোগান্তির পর অবশেষে পটুয়াখালীর সকল রুটে স্বাভাবিক হতে শুরু করেছে যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. শাহজাহান মিয়া কর্মবিরতিতে যাওয়া পরিবহন শ্রমিকদের যানবাহন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানানোর পর পটুয়াখালী জেলার সকল রুটে যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর থানাপাড়াস্থ বাসভবনে বাস মালিক ও শ্রমিক নেতাদের যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।এরফলে শুক্রবার সকাল ৬টা থেকে জেলার সকল রুটে যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। সকাল থেকে পূর্বের মত পটুয়াখালী বাস টার্মিনালে যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল শুরু করেছে।উল্লেখ্য, সারাদেশে চলামান বাস ধর্মঘট প্রত্যাহার নিয়ে বুধবার পটুয়াখালী বাস স্টান্ডে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতাদের মধ্যে কথা কাটাকাটি ও মারারির ঘটনা ঘটে। এরই প্রতিবাদে বুধবার বিকেল থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় উভয় পক্ষ সদর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস