শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাককে প্রধান অতিথি না করায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে এ অনুষ্ঠান বন্ধ করা হয়। জানা গেছে, সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নির্বাচনী এলাকা ডামুড্যার ধানকাটি ইউনিয়নের মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের নির্ধারিত অনুষ্ঠান ছিল শুক্র ও শনিবার। অনুষ্ঠানে প্রথম দিন শুক্রবার প্রধান অতিথি করা হয় জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে আর দ্বিতীয় দিন শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারকে করা হয়েছে প্রধান অতিথি । তবে সংসদ সদস্য নাহিম রাজ্জাককে প্রধান অতিথি না করায় তার অনুসারীরা ক্ষুব্ধ হন। বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ওমর নূর (মোস্তফা মীর) জানান, শুক্রবার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে বেলা ১১টায় হঠাৎ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্রীড়া অনুষ্ঠান বন্ধ করতে বলে। তিনি আরও বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তাই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি বলেন, ধানকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু ও উক্ত বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ওমর নূর (মোস্তফা মীর) দুজনে মিলে বাহিরাগত লোকদের প্রধান ও বিশেষ অতিথি করেছে। এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়রকে অতিথি করেনি, এটা মেনে নেয়া যায় না। তাই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বলেন, গ্রামাঞ্চলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিনোদনের একটি অংশ। এমন একটা অনুষ্ঠান বন্ধ করে দেয়া দুঃখজনক।ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারকে এ বিষয়ে ফোন করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।মো. ছগির হোসেন/এএইচ