জয়পুরহাটের কালাই পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর শুভ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বাড়ির পাশের খড়ের স্তুপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।শুভ পৌর শহরের মুন্সিপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে এবং স্থানীয় কাকলি শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।এলাকাবাসী ও পুলিশ জানায়, শিশু শুভ খেলাধুলার জন্য বাড়ি থেকে শুক্রবার দুপুরে বের হয়ে য়ায়। এরপর আর বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা তাকে খোঁজা-খুঁজি শুরু করে। রাতেই পরিবারের পক্ষ থেকে কালাই থানায় অপহরণ মামলা করা হয়। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির পাশে খড়ের স্তুপের মধ্যে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় জানায়। খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণসহ হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং হত্যার রহস্য উৎঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশেদুজ্জামান/এআরএ/এমএস