দেশজুড়ে

সোমবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল

আগামী সোমবার (০৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় বাঙালিভিত্তিক ছাত্র সংগঠন পার্বত্য বাঙালি পরিষদ। রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তিতে পার্বত্য কোটা চালু, বিতর্কিত ‘পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬’ অবিলম্বে বাতিল করাসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষে এ হরতাল আহ্বান করে সংগঠনটি। শনিবার বিকেলে সংগঠনটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান সংবাদমাধ্যমে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।এতে উল্লেখ করা হয়, আগামী সোমবার (০৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার জন্য রাঙামাটির সর্বস্তরের মানুষকে আহ্বান করা যাচ্ছে।এছাড়া এতে সম্পৃক্ত আছেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাব্বির আহম্মদ, জেলা  কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. হানিফ, মো. সোহেল, যুগ্ম সম্পাদক মো. আবছার, এহসানুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, অর্থ সম্পাদক তোফায়েল আহম্মদ, রাঙামাটি কলেজ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।এছাড়া বিজ্ঞপ্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামান বাপ্পীকে বহিষ্কার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।সুশীল প্রসাদ চাকমা/এএম/আরআইপি