বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে যাচ্ছেন না। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের নেতাদের সঙ্গে বাসায় বৈঠক করবেন। বিএনপির একটি সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টায় শত নাগরিক কমিটির সভাপতি ও ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন খালেদা জিয়ার বাসায় দেখা করবেন। এ সময় তার সঙ্গে দলের নীতিনির্ধারণী ফোরামের কয়েকজন সদস্য এবং আর্দশ ঢাকা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে খালেদা জিয়া রাতে গুলশান কার্যালয়ে যাবেন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। কার্যালয়ের একটি সূত্র জানায়, সিটি নির্বাচন প্রসঙ্গে দল ও জোট সমর্থিত মেয়র এবং কাউন্সিলরদের বিষয়ে বৈঠক করতেই তিনি কার্যালয়ে যাবেন। এমএম/এএইচ/বিএ/আরআইপি