বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের এমপিকে উদ্দেশ করে বলেছেন, জামান ভাই, আপনি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বলেই গণতান্ত্রিক ধারা মানতে নারাজ। তাই আজ আদিতমারী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ দ্বি-বার্ষিক সম্মেলনে প্রশাসনের মাধ্যমে বাধা সৃষ্টি করেছেন।শনিবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ঘেঁষে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথ্ বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, যেদিন আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে থাকবে না, সেদিন আপনারা কিভাবে দলীয় কর্মসূচি পালন করবেন- তা একবার হলেও ভেবে দেখা উচিৎ।তিনি আরো বলেন, আমরা আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন করবো বলে সেখানকার কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অনুমতিপত্রসহ জায়গা বরাদ্দ নিয়েছিলাম। সে অনুযায়ী সেখানে সভা মঞ্চসহ প্যাভিলিয়ন তৈরি করা হয়েছিল। কিন্তু শুক্রবার রাতে পুলিশ তা ভেঙে দিয়েছে। আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক এমপি ও বিএনপি নেতা সালেহ উদ্দিন আহমেদ হেলাল, আদিতমারী উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত আরা রোজি, সম্মেলন কমিটির সদস্য সচিব ও দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক আসাদুল ইসলাম প্রামানিক, আদিতমারী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল প্রমুখ।রবিউল হাসান/আরএআর/জেআইএম