মাদারীপুরের ঘটকচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ও পেয়ারপুর ইউনিয়নের জনগণের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রাতে দুই ইউনিয়নের জনগণের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের আঘাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। খবর পেয়ে মাদারীপুর সদর থানার পুলিশ ও র্যাবের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই ইউনিয়নের জনগণের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরুল হক/এফএ/এমএস