দেশজুড়ে

পপলু ও মাইশাদের বাড়িতে গেলেন তথ্যমন্ত্রী

পেট্রোল বোমায় নিহত যশোরের নুরুজ্জামান পপলু ও মাইশা’র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে স্বজন হারানোর বেদনা ভাগ করে নিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।বৃহস্পতিবার বিকেলে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসায় গিয়ে নুরুজ্জামান পপলুর বাবা রুকুন উদ্দিন ও মা নূর জাহান বেগমের সাথে কিছুক্ষণ সময় কাটান। এসময় তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, চৌদ্দগ্রামের ঘটনার সাথে কোনো রাজনৈতিক আপোস হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনায় জড়িত প্রায় সকলকে আটক করা হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা হবে। মন্ত্রীকে কাছে পেয়ে নুরুজ্জামান পপলুর মা নূর জাহান বেগম বেদনার্ত কণ্ঠে প্রশ্ন রাখেন, মানুষ হত্যা করে ওদের লাভ হলো? যারা সন্তান, স্বামী হারিয়েছে তাদের কষ্ট কি ওরা শুনতে পারে না? সন্তান হারা মায়ের এমন প্রশ্ন বেদনার্ত করে তোলে মন্ত্রীকে।তথ্যমন্ত্রী বলেন, হরতাল অবরোধের নামে যাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় বীর শহীদ হিসেবে দেখছে সরকার। তাদের সকল সহযোগিতা করা হবে।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, সন্ত্রাসী খালেদা জিয়া সাপের মতো প্রতিনিয়ত খোলস বদলাচ্ছেন। কিন্তু বিষ পরিহার করেননি। জঙ্গী নেত্রী খালেদার প্রত্যক্ষ মদদে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ পুড়িয়ে হত্যার দায় থেকে খালেদা জিয়াকে রেহাই দেয়া হবে না। আগুনে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। পরিকল্পিতভাবে খালেদা জিয়ার আঁচলের তলে থেকে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। কৌশল হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের নামে তিনি দম ফেলার সুযোগ নিয়েছেন। এতে দেশে কিছুটা স্বস্তি ফিরলেও নিশ্চিন্ত হওয়ার কিছু নেই।এসময় মন্ত্রীর সাথে ছিলেন জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরিন আক্তার এমপি, জাসদের সহ-সভাপতি রবিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এমএএস/আরআই