পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর ৪টার দিকে মারধর মামলার অভিযোগে উপজেলার খালগোড়া বাজারের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বলেন, মারধরের একটি মামলায় কবির হোসেন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। আজ (রোববার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আগামীকাল সোমবার রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস