বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় প্রবেশ করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ৮টা ২০ মিনিটে তারা খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের নেতৃত্বে আদর্শ ঢাকা আন্দোলনের কয়েকজন সদস্য বাসভবনে প্রবেশ করেছেন বলে জানা গেছে।সূত্র জানায়, প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী ও কাউন্সিলদের তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবেন খালেদা জিয়া।এমএম/এএইচ/একে/আরআই