আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পুরো সময়জুড়ে তিন সন্তানকে নিয়ে খেলা উপভোগ করেছেন। তৃপ্তির আভা আরও বেশি ছড়িয়েছে যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জয় নিয়ে মাঠ ছেড়েছে। আর এ জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বলিউড বাদশাহ শাহরুখ।ক্রিকেট যে তার অস্তিত্বের সঙ্গে মিশে আছে সেটা তার এই কথাতেই পরিস্কার,কেকেআর এবারও যদি চ্যাম্পিয়ন হতে পারে,তাহলে মাঠের মধ্যে শার্ট খুলে নাচবো। ম্যাচ শেষে এমনটাই বললেন কিং খান। সঙ্গে আরও যোগ করেন,‘আমার কাছে এই জয়ের অন্য একটা গুরুত্ব আছে। কারণ এই প্রথম তিন সন্তানকে নিয়ে খেলা দেখলাম। খেলা দেখতে বসে আমি সন্তানদের শিক্ষকের ভূমিকায় ছিলাম। ওদের বলছিলাম,হার কিংবা জয় যা-ই আসুক সেটাকে সহজভাবে নিতে হবে। যদি হেরেও যাই, তাহলেও ভেঙে পড়ার কিছু নেই। কারণ আমরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলছি।এমআর/আরআই