আইপিএলের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে চেন্নাই। শেষ খবর পাওয়া পর্যন্ত চেন্নাইয়ের সংগ্রহ ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১১৭ রান। ধোনি ৮ রান নিয়ে ব্যাট করছে।এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ম্যাককালাম আর রায়নার উইকেট হারিয়ে বিপদে পড়ে চেন্নাই। তবে স্মিথ আর ডু প্লেসিস রানের চাকা সচল রাখেন। স্মিথ ৩৬ আর ডু প্লেসিস ৩২ রান করে আউট হন।পরিসংখ্যান ও কাগজে কলমে শক্তিশালী চারবার আইপিএলের শিরোপা ঘরে তোলা চেন্নাই সুপার কিংস। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনের নেতৃত্বে চেন্নাইয়ে রয়েছে ম্যাককালাম, ইরফান পাঠান, মাইক হাসি ও ডোয়াইন ব্রাভোর মতো তারকা ক্রিকেটার।তবে, ম্যাচ গড়া পেটার অভিযোগে সদ্যই নিষিদ্ধ হয়েছেন দলটির কর্ণধার। যা প্রভাব ফেলতে পারে মাঠের পারফরমেন্সে।অন্যদিকে, গেল বছর তলানির দল দিল্লি ডেয়ারডেভিলস দলে টেনেছে আসরের সবচেয়ে দামি খেলোয়াড় যুবরাজ সিংকে। এছাড়াও দলে রয়েছেন জেপি ডুমিনি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ইমরান তাহির ও ডি ককের মতো তারকা ক্রিকেটার।এমআর/আরআই