ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা দেখতে নিষেধ করায় মায়ের ওপর অভিমান করে মৌমিতা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এ ঘটনানিহত মৌমিতা ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামের কৃষক মোশারফের মেয়ে ও স্থানীয় এম এ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।স্থানীয়রা জানান, মা ফেরদৌসি বেগমের অবাধ্য হয়ে মৌমিতা অন্যের বাড়ি গিয়ে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় নাটক দেখতে যায়। এতে মেয়ের ওপর রাগ করে মা ঘরের দরজা বন্ধ করে দেন। মৌমিতা টিভি দেখে রাত ৯টার দিকে ঘরে ফিরতে চাইলে মা দরজা না খুলে মেয়েকে বকাঝকা করেন।মৌমিতার বাবা মোশারেফ শেখ জানান, মায়ের ওপর রাগ করে মৌমিতা বাড়ি না ফেরায় রাতে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ছফেদা গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরে মৌমিতাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এস.এম. তরুন/আরএআর/আরআইপি