জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে নূরল আমিন (৪০) নামে বাংলাদেশি কৃষককে কুপিয়ে যখম করেছে এক ভারতীয় নাগরিক। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।আহত নূরল আমিন উপজেলার কড়িয়া-হাজিপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, হামলাকারী সুভাষের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মথুরাপুর থানার লকমী গ্রামে। সীমান্তের ২৭৮/২৯ পিলার সংলগ্ন এলাকায় নিজ জমিতে সেচ দিতে যান নূরল ইসলাম। এ সময় নূরুল আমিনকে কটাক্ষ করে গালিগালাজ করে সুভাষ। নূরল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সুভাষ ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় তার আর্ত চিৎকারে বিজিবি সদস্যরা উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।পরে বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।নূরল ইসলামের ভাই শাহনুর ইসলাম জানান, তার কান ও একটি চোখ নষ্ট হয়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক।জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী জানান, ঘটনার পর পরই পতাকা বৈঠকের মাধ্যমে অভিযোগ দিলে বিএসএফ সদস্যরা হামলাকারী সুভাষকে আটক করে।রাশেদুজ্জামান/এএইচ