জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় বাগজানা দাখিল মাদরাসার ইংরেজি শিক্ষক শামছুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় বাগজানা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক একই উপজেলার কোঁকতারা গ্রামের মৃত আব্দুল মুমিনের ছেলে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি তার ফেসবুক আইডি থেকে কটূক্তি করে শনিবার রাতে স্ট্যাটাস দেন। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর এলাকার মাস্টারপাড়া গ্রামের নারায়ন চন্দ্র ঘোষের ছেলে পলাশ কুমার ঘোষ রোববার সকালে বাদী হয়ে থানায় অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদসহ তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।রাশেদুজ্জামান/এএইচ